কাজী ইফতেখারুল আলম:- ফেনীতে দিনব্যাপী প্রাথমিক শিক্ষা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার বিকালে ফেনী পিটিআই মাঠে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন,ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মাহাবুবুল আলম মজুমদার।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ শাহ আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পিটিআই সুপারেনডেন্ট বিপ্লব চন্দ্র দাস।
ডিপিও অফিসের কম্পিউটার অপারেটর মোঃ মজিবুর রহমান মজুমদার এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান,পরশুরাম উপজেলা সহকারী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,ফেনী মড়েল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ওয়াজি উল্লাহ,ছাগলনাইয়া মধ্য শিলুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ।
মেলায় প্রথম স্থান হয়েছে ফুলগাজী উপজেলা,২য় হয়েছে সদর উপজেলা ও সোনাগাজী উপজেলা ৩য় হয়েছে।
উল্লখ্য: সকালে দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
Please follow and like us: