
নিজস্ব প্রতিবেদক:-
ফেনীতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে চর্ম-যৌন ও সর্বরোগের দুই চিকিৎসকের কারাদন্ড। সর্বরোগের চিকিৎসা ও ওষুধ বিক্রি করেন তারা। চর্ম, যৌন,হাপানি, জন্ডিস, মেস্তা, স্বাস্থ্যহীনতা,অর্শ, গেজ, ভগন্দর, চিকন মোটা সকল রোগের চিকিৎসা করেন মায়ের দোয়া হারবাল ও মহিপাল কবিরাজ ঘরের এই প্রতারকরা। বুধবার (১৪জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার মোবাইল কোর্ট অভিযানে বেরিয়ে আসে এসব চিত্র। এ সময় মহিপালের মায়ের দোয়া হারবালের মো: ইয়াছিনকে সর্বরোগের চিকিৎসক নামে প্রতারণা ও অবৈধ ওষুধ বিক্রির অপরাধে ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করেন আদালত। মহিপালের মহিপাল কবিরাজ ঘরের শাহীন আলমকে একই অপরাধে ৭(সাত) দিনের কারাদন্ড প্রদান করেন আদালত। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, ” মানুষের স্বাস্থ্য সমস্যা নিয়ে এ ধরণের প্রতারণা অত্যন্ত দু:খজনক। ভবিষ্যতে জেলা প্রশাসন এই ধরণের প্রতারণা রোধে আরো অভিযান পরিচালনা করবে।
Please follow and like us: