
মোহাম্মদ রিয়াদ হোসেন- ফেনীর খ্যাতিমান সাংবাদিক অর্ধ-সাপ্তাহিক পথ পত্রিকার সম্পাদক এ অদুদ এর ৪র্থ মৃত্যূ বার্ষিকী স্মরণে আজ সন্ধ্যায় ফেনী প্রেসক্লাব এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। ক্লাব সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দীন আত্তারের সসঞ্চালনায় দোয়া- মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুল হক।ফেনীর সাংবাদিকতার ইতিহাসের অংশ এ অদুদের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন সিনিয়র সাংবাদিক ফেনী প্রেসক্লাব ও ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি দৈনিক সমকাল ষ্টাফ রিপোর্টার শাহজালাল রতন, ক্লাব সহ-সভাপতি ও অারটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার এবং মরহুমের সন্তান বেলাল হোসেন প্রমূখ। স্মরণ সভায় ফেনী প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।