মোহাম্মদ রিয়াদ হোসেন, ফেনী সদর প্রতিনিধি :
ফেনীর সামাজিক সংগঠন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠান ৫ এপ্রিল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক।
মাদ্রাসা সুপার কামাল উদ্দিন জাফরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মুলকুতের রহমান, আল-হেরা একাডেমীর অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সহকারী মৌলভী রুহুল আমিন, উওর কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্যাহ, ফাউন্ডেশনের সহ-পরিচালক কামাল হোসেন, সদস্য সমির উদ্দিন ভূঁঞা, মেহেরাব হোসেন মেহেদি, মাদ্রাসার সহ-সুপার সোলাইমান কাসেমী, শিক্ষক ফিরোজ মাহমুদ, আবুল বশর, সোলাইমান, ইসমাঈল হোসেন রাসেল, শিক্ষিকা জাহেদা দুলাল, কোহিনুর আক্তার, মানছুরা আক্তার লিজা, রাবেয়া আক্তার চম্পা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাদ্রাসা সুপারের হাতে শিক্ষা সামগ্রি তুলো দেন। অতিথিবৃন্দ মাদ্রাসার পরীক্ষার হল পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। চেয়ারম্যান মাদ্রাসার অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।