
ফেনী প্রতিনিধি : ফেনীর জিয়া মহিলা কলেজ সংলগ্ন লন্ডনী কাবাব হাউজে রবিবার অনুষ্ঠিত হলো স্বরুপ সাহিত্য সাংস্কতিক সংসদের আয়োজনে সুধী, সাংবাদিক ও সাংস্কতিক ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম.একরামুল হক ভুঁঞা। স্বরুপ সাহিত্য সাংস্কতিক সংসদের পরিচালক ওসমান গণী রাসেলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জর্জকোর্টের আইনজীবি এড.আমিনুল হক ভুট্টু, বীকন মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম বিল্লাহ, অনলাইন নিউজ পোর্টাল আজকের সময়’র সম্পাদক এম শরীফ ভুঁঞা, কবি সাইফ ফরহাদী। অনুষ্ঠানে বিশ্বমুসলিম উম্মাহ ও স্বরুপের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে মুনাজাত ও দোয়া পরিচালনা করেন,বৈশাখী টেলিিশনে অনুষ্ঠিতব্য ‘লক্ষ প্রাণের সুর ২০১৩’ এর বিজয়ী মোশারফ হোসেন ভুঁঞা। আরফাতুল হাসান ও শান্ত ইসলামী সংগীত পরিচালনা করেন। শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।