
নিজস্ব প্রতিবেদক:-
“মেধাই সম্পদ,বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২দিনব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড়-২০১৮ মেলার উদ্বোধন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধনী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়,র্যালীটি পরিষদ চত্ত্ব্বর থেকে শুরু হয়ে হাসপাতাল মোড় পর্যন্ত প্রদক্ষিন করে পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বি.কম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইফতেখার আহম্মদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মোঃ সাইফুদ্দিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রাফিউল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের প্রভাষক মোতাহের হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, পাঁচ গাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক প্রমূখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮টি স্টল বসেছে। ক্ষুদে বিজ্ঞানিরা তাদের আবিষ্কৃত বিভিন্ন উদ্ভাবনি প্রযুক্তি প্রদর্শন করেন।
শেষে প্রধান অতিথি বিভিন্ন স্টলে এসব উদ্ভাবনী ঘুরে দেখেন।
Please follow and like us: