২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ফেনীবাসীর উন্নয়নে কাজ করলে তারা মূল্যায়ন করতে ভুল করেনা: নিজাম হাজারী এমপি

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ২০ ২০২১, ০০:০৯ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় আলহাজ্ব মরহুম সুলতান আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে ফেনীর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীর উন্নয়নে যারা কাজ করে তাদের সঠিক মূল্যায়ন করতে ভুল করেনা ফেনীবাসী। তিনি বলেন, ফেনীর বিদায়ী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান বিগত তিন বছর ফেনীবাসীর উন্নয়নে আন্তরিক হয়ে কাজ করেছেন। কোভিড-১৯ মোকাবেলায় ফেনীর মানুষকে রক্ষা করতে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। বদলীজনিত বিদায় বেলায় ফেনীর সর্বস্তরের মানুষের পক্ষ থেকে মোঃ ওয়াহিদুজ্জামান যেভাবে সংবর্ধিত হচ্ছেন এটা করুনা নয় উল্লেখ করে নিজাম হাজারী বলেন, এটি তার কর্মফল। তিনি ফেনীর সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন বিধায় মানুষ তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করছে। এসময় তিনি ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম পিপিএম এর সফলা কামনা করে বলেন, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিগত দুই বছর ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। ফেনীবাসী তার প্রতিও কৃতজ্ঞ থাকবেন।
শনিবার (১৯ জুন) দুপুরে ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদারের গ্রামের বাড়ি উপজেলার উত্তর যশপুর গ্রামে মধ্যাহ্নভোজ ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ সাংসদ ও ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফেনী জেলা আ’লীগের সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে ফেনী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম. পিপিএম, স্থানীয় সরকার উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর অতিরিক্ত পরিচালক মনছুর আহমেদ বিপ্লব, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আজগর আলী, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,পোর্টল্যান্ড গ্রুপের ডিরেক্টর (প্রশাসন) এম রবিউল হোসেন মজুমদার বাবু,ছাগলনাইয়া পৌর মেয়র এম. মোস্তফা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার।
আমন্ত্রিত অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, ইউএনও (ফেনী সদর) নাসরিন সুলতানা, চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম,  সহকারী কমিশনার আফরোজ আফসানা, সহকারী কমিশনার লিজা আক্তার বিথী, সহকারী কমিশনার রজত বিশ্বাস, ছাগলনাইয়া সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম, আনসার বিডিপির পরিচালক সালমা সিদ্দিকা,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাঈনুল ইসলাম পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার থোয়াইঅংপ্রু মারমা,ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এনামুল হক মজুমদার,
 অফিসার ইনচার্জ ছাগলনাইয়া শহিদুল ইসলাম,  ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক,মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা,ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন সুলতান আহমেদ ফাউন্ডেশন শুধু মাত্র ফেনী নয় বরং বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ফাউন্ডেশনের আর্থিক অনুদানে এবারও ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় প্রায় ৩৫টি গৃহহীনদের গৃহ নির্মাণসহ প্রায় ১কোটি ৪৫লক্ষ টাকার অনুদান সুবিধা বঞ্চিত অসহায় মানুষের হাতেহাতে পৌচেছে।
এসময় তিনি আরও বলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার মানবতার ফেরিওয়ালার দায়িত্ব নিয়ে সমাজ বাসীর জন্য বিরামহীন কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি মোঃ ওয়াহিদুজজামানকে সম্মাননা স্মারক ক্রেস্ট এবং আগত সকল অতিথিকে পোর্টল্যান্ড গ্রুপ কর্তৃক প্রকাশিত শতমনিষির দৃষ্টিতে বঙ্গবন্ধু বইটি সহ মূল্যবান উপহার প্রধান করা হয়েছে।উল্লেখ্য,আলহাজ্ব মরহুম সুলতান আহমেদ ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। সংগঠনটির মাধ্যমে অসহায়দের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, খাদ্যসামগ্রী বিতরণ, গৃহহীনদের গৃহ নির্মাণ,  রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, সেলাই প্রশিক্ষণসহ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন প্রতিবছর হয়ে থাকে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET