ফেনী প্রতিনিধি : ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক বদলি হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব মুহাম্মদ জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সড়ক ও মহাসড়ক বিভাগের অধীনস্থ ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (মেট্টোরেল) এর ম্যানেজার পদে বদলি করা হয়। তিনি কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া উপজেলার শশীদল গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। এদিকে তাকে ফেনী শিশু নিকেতনের পক্ষ থেকে মঙ্গলবার সকালে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফু, সাইফুর রহমান নিটুল, শহীদুল্লাহ হাজারী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মফতুজ আরা। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়ন শিক্ষক রবিউল আউয়াল। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী সভাপতি মোহাম্মদ এনামুল হককে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।