
নিজস্ব প্রতিবেদক:-
ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগী তৈরী ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় শহরের ট্রাংক রোডের ইন বিসমিল্লাহ ও রহমানিয়া রেষ্টুরেন্টের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারমিন ইয়াছমিন এ জরিমানা আদায় করেন। সূত্র জানায়, ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী প্রক্রিয়াজাত করণসহ ভোক্তা অধিকার আইন অমান্য করায় শহরের ট্রাংক রোডস্থ ইন বিসমিল্লাহ’র ৫ হাজার ও রহমানিয়া রেষ্টুরেন্টের ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সারমিন ইয়াছমিন। এদিকে রহমানিয়া রেষ্টুরেন্টের আশপাশের সড়কে ফলের দোকানগুলোতে অভিযান চালানো হয়। ব্যবসায়ীদেরকে সতর্ক করে ফুটপাথ মুক্ত করার জন্য নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। অভিযানে পৌরসভার স্যানেটারী পরিদর্শক কৃষ্ণময় বণিকসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: