মোহাম্মদ রিয়াদ হোসেন, ফেনী সদর প্রতিনিধি :-ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া ক্বারী সাহেবের বাড়ীর বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর মোঃ মোস্তফা (অব) আর নেই। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ১৪মে ভোর ৫টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।একই দিন বিকেল ৪টা ৩০মিনিটে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১বছর।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফার জন্ম ১৯৪৫ সালের ২৯শে নভেম্বর ছোট ধলিয়ায় তার পৌত্রিক বাড়িতে।তার কর্মজীবন শুরু হয়েছিল ১৯৬৫ সালের ২২শে নভেম্বর ততকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (ইপিআরে) যোগদানের মাধ্যমে এবং ২০০৩ সালের ২২শে নভেম্বর অবসরের মাধ্যমে কর্মজীবনের পরিসমাপ্তি ঘটে।
এই মুক্তিযোদ্ধাকে শেষ সন্মাননা দেওয়ার জন্য ছুঁটে আসেন ফেনীস্থ ৪-বিজিবি, পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও সমাজসেবা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা। ৪-বিজিবি ব্যাটলিয়নের সুবেদার মেজর আবুল কাসেমের নেতৃত্বে ১৬ সদস্য এবং ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আজিজ আহমেদের নেতৃত্বে ৯ সদস্যের চৌকস দল মুক্তিযোদ্ধার সন্মানার্থে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা, সালাম প্রদর্শন ও কপিনে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এই সন্মাননা দেওয়া হয়। এসময় করুন সুর বেঁজে উঠে।
জানাজায় আরও উপস্হিত ছিলেন ফেনী সদর কমান্ড কাউন্সিল রবিউল হক খন্দকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ফেনী ডায়াবেটিস সমিতির সদস্য আবদুর রহিম, উওর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসা সুপার কামাল উদ্দিন জাফরী, আল-হেরা একাডেমীর অধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন দেলু ও জানাজা পড়তে আসা দূর-দূরান্তের ধর্মপ্রান মুসলিবৃন্দ।বর্ণাঢ্য কর্মময় জীবনের শুরুতেই অংশ গ্রহন করেন মুক্তিযুদ্ধে। ৯মাসের রক্তক্ষয়ী যুদ্ধে জয় লাভ করে ভূষিত হন বীর মুক্তিযোদ্ধার খেতাবে । এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর খবরে ছোট ধলিয়ায় শোকের ছায়া নেমে আসে। তারা আজ জাতীর এক সূর্য সন্তানকে হারালো।
ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক তার এই মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র, ১কন্যাসহ বহু আত্নীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার আত্নার শান্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।