মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ফেনী জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সাবেক সাংসদ শিরীন আখতার’র পুর্ব ছাগলনাইয়া বাসভবনে বর্ধিত সভা সম্পন্ন হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ নেত্রী শিরীন আখতার। ফেনী জেলা জাসদের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তসলিম আহম্মেদের সঞ্চালনায় সভায় ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মজুমদার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, ফুলগাজী উপজেলা জাসদের সভাপতি দুলাল বৈধ্যসহ জেলা ও বিভিন্ন উপজেলা জাসদের নেতাকর্মী বৃন্দ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
Please follow and like us: