জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রকাশ মোশা (৫৮) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সোমবার সন্ধা সাড়ে ৮ ঘটিকার সময় ফেনীর পরশুরাম বাজারস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মোশারফ হোসেন সুদীর্ঘ ৪৫ বছরের রাজনীতি জীবনে পরশুরাম উপজেলা জাসদের নেতৃত্ব প্রদান করেন এবং ২০২১ সাল থেকে মৃত্যু পুর্ববর্তী তিনি জেলা জাসদের সাধারণ সম্পাদক পদে নিয়োজিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখেযান। অন্যদিকে, ফেনী জেলা জাসদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সাবেক সাংসদ শিরীন আক্তার। এক বিবৃতিতে শিরীন আখতার বলেন, মোশারফ হোসেন দীর্ঘ সময় যাবত ফেনী জেলা জাসদের রাজনীতিতে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলো। সততা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব পালনের স্বকৃীত স্বরূপ তাকে পরশুরাম উপজেলা জাসদ সভাপতি পদ থেকে জেলা জাসদের সাধারণ সম্পাদক পদে নিয়োজিত করা হয়। শিরীন আখতার বলেন, আমি মনে করি মোশারফ হোসেন মোশার মৃত্যুতে ফেনী জেলা জাসদের অপূরনীয় ক্ষতি সাধন হয়েছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন শিরীন আখতার। মঙ্গলবার সকাল সাড়ে ১১ ঘটিকায় পরশুরাম সরকারি হাই স্কুল মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সুত্রে জানাগেছে।