নিজস্ব প্রতিবেদক:- ফেনী-নোয়াখালী রুটে চালু হয়েছে বিআরটিসির চারটি দোতলা বাস। রোববার (৮ এপ্রিল) দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ বাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বিআরটিসি সূত্রে জানা গেছে, ফেনীর সদর হাসপাতাল মোড় থেকে বিআরটিসির চারটি দোতলা বাস মহিপাল হয়ে নোয়াখালীর মাইজদী, সোনাপুর হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়মিত চলাচল করবে। এ পথে প্রাথমিকভাবে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা। প্রতিটি বাসে ৭৪টি আসন রয়েছে।
বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের উন্নত সেবা দিতে বিআরটিসি এ রুটে চারটি দোতলা বাস চালু করছে। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও ফেনী পৌর মেয়র হাজী আলা উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সোনাগাজী উপেজলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবীসহ বিআরটিসির কর্মকর্তা কর্মচারীরা।