
বিশেষ প্রতিনিধিঃ-
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করেছে “ফেনী সমিতি কাতার”। কাতারের রাজধানী দোহার স্থানীয় একটি হোটেলে গতকাল শুক্রবার এই ইফতারের আয়োজন করা হয়। সমিতির আহ্বায়ক শহীদ উল্যাহ্ হায়দার’র সভাপতিত্বে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মেকারম আলী চৌধুরী সাহাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কারী মোঃ আব্দুল্লাহ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতার পূর্বক বয়ান ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শরিফুল হক । শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির আহ্বায়ক সদস্য নিজাম উদ্দিন, সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু সাঈদ ও শহীদ উল্যাহ, সমিতির সদস্য সচিব কামাল উদ্দিন মেম্বার, আহ্বায়ক সদস্য নুরুজ্জামান প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা “ফেনী সমিতি কাতার” কাতারস্থ ফেনী বাসীর নানাবিধ সমস্যা দেখবাল করা ও ফেনী বাসীর জীবন মান উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি ফেনীর অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং অনুষ্ঠানে আগত কাতার প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ও ভালো অবস্থানে থাকা চাকুরী জীবীদের “ফেনী সমিতি কাতার” এর সাথে একাত্মতা প্রকাশ করে মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান । সমিতির আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি শহীদ উল্যাহ্ হায়দার ইফতার ও দোয়া মাহফিলে আগত সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং সকলকে “ফেনী সমিতি কাতার” এর সকল কার্যক্রমে পাশে থাকার আহ্বান। জানান ।