সোনাগাজী প্রতিনিধি: জহিরুল হক খাঁন
(সজীব)-ফেনী সরকারী কলেজে ভর্তি বানিজ্যের টাকা নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।এ ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্র জানায়, ভর্তি বানিজ্যের টাকা নিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মেদ তপু ও সাধারণ সম্পাদকে রবিউল হক রবিনের সাথে ফেনী পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম পিটুর বিরোধ চলে আসছিল।দুপক্ষের মধ্যে বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে সাধারণ সম্পাদকে রবিউল হক রবিনের নেতৃত্বে সাইফুল ইসলাম পিটুর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।এ সময় দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়।পিটুসহ আহতদের ফেনী সদর হাসপাতাল ও প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। এদিকে এ সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগ বিকালে এক জরুরী সভায় করে কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মেদ তপু ও সাধারণ সম্পাদকে রবিউল হক রবিনকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করেছে। জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক ফিরোজ জাবেদ হায়দার জর্জের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।