জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছাগলনাইয়া উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলার ৮ নং রাধানগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের (১,২,৩ নং ওয়ার্ড) সদস্য আসমাউল হুসনার ছোট ছেলে সাখাওয়াত হোসেন তুষারের (২৬) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী-১ আসনের সাংসদ ও জাতিয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার। এক শোক বার্তায় শিরীন আখতার এমপি জানান, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস অল্প বয়সে তুষারের প্রাণ কেড়ে নিয়েছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। শোক বার্তা তিনি আরো উল্লেখ্য করেন, করোনায় তুষারের মতো আর কাউকে আমরা হারাতে চাইনা। তাই করোনা ভাইরাস সচেতনতায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
উল্লেখ্য, সাখাওয়াত হোসেন তুষার আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তুষার উপজেলার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া হাকিম আলী মুন্সি বাড়ীর মৃত আবু আহাম্মদের ছেলে।