ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক করে প্রেমের টানে ভারতের ছেলেটি চলে আসে বাংলাদেশে। গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে মেয়েটি কে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে (১২ ফেব্রুয়ারি ২০২৪)সোমবার ছেলেটি ভারতে চলে যাওয়ার সময় মেয়েটি নিয়ে বেনাপোল আসেন।এর পর তাদের ভিতর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থলবন্দরে প্যাসেজ্ঞার অবস্থিত সোনালী ব্যাংকের বুথের গলিতে নিয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা চেষ্টা করে। এসময় পাশে থাকা বিজিবি গিয়ে তাকে উদ্ধার করেন। সোনালী ব্যাংক বুথ ইনচার্জ রুহুল আমিন বলেন, কেসমত জাহান বৃষ্টি (২৫) পিতা মনোয়ার হোসেন পোষ্ট+ থানা যশোর কোতোয়ালি জেলা,যশোর জানা যায় ভারতীয় পাসপোর্ট ধারী নাগরিক চিনময় অধিকারী (৩৩) পাসপোর্ট নাম্বার- A 3434222 পিতাঃ অনন্ত অধিকারী গ্রামঃ টিবলি পোষ্ট,তেঁতুল বাড়িয়া থানা গাইঘাটা জেলাঃ উত্তর ২৪ পরগনা। এর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল উক্ত মেয়েটির তাকে রেখে ভারতে যাওয়ার সময় সেও তার সাথে যাবারজন্য বাসা থেকে চলে আসে মেয়েটির কোন পাসপোর্ট না থাকায় ছেলেটি তাকে রেখে চলে যাচ্ছিল সেই কারণে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয় প্রশাসন তাকে উদ্ধার করে বেনাপোল থানার পুলিশের নিকট হস্তান্তর করেন। বেনাপোল পোর্ট থানার এসআই সুজন বলেন দুইজনকে থানায় নেওয়া হয়েছে।