
বইপড়া গুণ
রুমানা আক্তার রত্না
বই পড়ো তুমি মন দিয়ে
বই তোমাকে জ্ঞান দিবে।
তুমি দেখছো সাদা পাতা
কলম দিয়ে লেখা।
এর মধ্যে আছে সেইতো
আলো পথের দিশা।
বইকে তুমি বন্ধু ভাবো
যত্ন করে আগলে রাখো।
বই তোমাকে দেখাবে আলো
আর রবে না দুখ।
বইকে তুমি করলে আদর
সমাজে তোমার বাড়বে কদর।
রাঙাবে তোমার মুখ
জীবন জুড়ে পাবে তুমি সুখ।
Please follow and like us: