
বগুড়ার ধুনট উপজেলায় সরিষার ক্ষেত থেকে কার্টুনের মধ্যে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে ধুনট থানার পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের ফসলের ফাঁকা মাঠ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার তারাকান্দি গ্রামে ফাঁকা মাঠে সরিষা ক্ষেতের মধ্যে কার্টুনের ভেতর পলিথিনে মোড়ানো অজ্ঞাত এক ছেলে নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয় কৃষকেরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানানো জানান। খবর পেয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন ও রুহুল আমীন খান শিশুটির মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেন।
উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন খান বলেন, সংবাদ পেয়ে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে শিশুর মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে কয়েক ঘন্টা আগে কে বা কারা গোপনে শিশুটির লাশ মাঠের ভেতর ফেলে রেখে গেছে। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Please follow and like us: