
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার তেঘরী গ্রামে কৃষকের জমির রোপনকৃত ধানের চারা উপরে ফেলে জমি বেদখলের চেষ্টা, থানায় অভিযোগ।
জানা যায়, পৌর এলাকার তেঘরী গ্রামের মৃত: বনিজ প্রাং এর ছেলে হাফিজার রহমান সহ ভাই-বোনেরা তেঘরী মৌজার ৬২৮, ৬২৯ ও ৬২৭ নং দাগের ৩৩ শতক জমি ভোগ দখল করে আসছে। ওই জমিতে চলতি মৌসুমে ইরি ধানের চারা রোপন করে তা পরিচার্যা করে আসছে। গত ৪ মার্চ রাতে এলাকার প্রভাবশালী কৃষ্ণপুর গ্রামের মমতাজ ফকির এর ছেলে সালাম এর হুকুমে গভীর রাতে ১৫/২০ জন ভাড়াটিয়া লোকজন ওই জমির ধানের চারা উপরে ফেলে। এ ব্যাপারে কৃষক হাফিজার রহমান বলেন, সালাম একজন অসৎ প্রকৃতির লোক, সে এই জমি একজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে কৌশলে কাগজপত্র সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলে। কিন্তু সেলিম হঠাৎ করে রাতের আধারে জমির ধানের রোপনকৃত চারা উপরে ফেলেছে। আমি এ বিষয়ে থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছি। প্রতিপক্ষ সালাম এর সাথে যোগাযোগ করার চেস্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Please follow and like us: