
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শহরেরর অন্তর্গত বেসরকারি প্রতিষ্ঠান ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) ম্যাটর্স নার্সিং কলেজের এক ছাত্রীর নগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইসমত আরা মুন। তাকে ধর্ষণের পর কলেজের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। ইসমত আরা মুন বগুড়ার সোনাতলা উপজেলার হলুদিয়া বগা গ্রামের গাজিউল ইসলামের মেয়ে বলে জানা গেছে। সে ওই কলেজে ফাইনাল পরীক্ষা শেষে ইন্টার্ন করছিল।গোপন সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার বেসরকারি প্রতিষ্ঠান ঠেঙ্গামারা টিএমএসএস এর নিজস্ব কলেজের পাশে স্থানীয়রা তার নগ্ন লাশ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত প্রায় সাড়ে তিনটার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) মর্গে পাঠায়। বগুড়া সদর থানার অপারেশন ইন্সপেক্টর আজাদ জানান, খবর পেয়ে রাতেই টিএমএসএস রফাতুল্লাহ মেডিকেল এর ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরুতহাল শেষে মর্গে পাঠানো হয়। ওই পুলিশ কর্মকর্তা অারও বলেন লাশের পড়নে কিছুছিল কিনা সেটা বলতে পরবো না, তবে স্থানীয় তাদের জানায় উদ্ধারের সময় তার শরীররে কোন কাপড় ছিলো না।