
বগুড়া সংবাদদাতাঃ
বগুড়া সদরের এরুলিয়া গ্রামের চকপাড়ার আফছার আলী মন্ডলের কন্যা মোছাঃ আশা খাতুনকে একই এলাকার ৬ যুবক ফুসলিয়ে পাটের জমিতে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। বিশেষসূত্রে জানা যায়, আশা খাতুন এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তার প্রতিবেশী বাপ্পি হোসেন(২০) পিতাঃ আব্দুল খালেক, আরোব আলী(১৬) পিতাঃ গুজু মিয়া, ফয়ছাল হাসান(২১) পিতাঃ আইয়ুব আলী, মারুফ(১৯) পিতাঃ রুহুল আমিন, রবিউল(২১) পিতাঃ আমির আলী এই ৬ যুবক মেয়েটিকে শনিবার অনুমানিক রাত ৮:০০ টার সময় ফুসলিয়ে স্থানীয় পাটের জমিতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে পাটের জমিতে রেখে পালিয়ে যায়। স্থানীয় ইউ পি সদস্য আফজাল হোসেন ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন এবং বলেছেন দোষীদের শাস্তির জন্য বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।