
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে বগুড়া ডিবি টিম মাদক বিরোধী অভিযানে ২২ জানুয়ারি ১৪.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কুন্দারহাট ধানহাটি সাকিনস্থ বগুড়া টু নাটোরগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ জাহিদুল ইসলামের ভলকানাইজিং দোকানের সামনের ফাঁকা জায়গার উপর হইতে ১৯৫(একশত পঁচানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১(এক) টি রেজিঃবিহীন মোটরসাইকেলসহ আসামী ১। মোঃ সবুজ আলী(২৪), পিতা- মোঃ হাফিজুর রহমান, ২। মোঃ তোফাজ্জল হোসেন(৩৮), পিতা-মৃত মহির উদ্দিন, উভয় সাং-বিনগ্রাম, থানা-সিংড়া, জেলা-নাটোরদ্বয়কে আটক করা হয়। অপরদিকে বগুড়া ডিবির অপর একটি টিম একই তারিখ ১৭.০০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীণ জামুরহাট বাজার হইতে পিরব বাজারগামী রাস্তায় ধনতলা মেসার্স ভাইবোন ফার্নিচার মার্ট এর সামনে পাকা রাস্তার উপর হইতে ৩০(ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ আসামী ৩। মোঃ সুজন মোন্না(২৫) পিতা- মোঃ আজিজুল মোন্না ওরফে আজিজুল, সাং-পিরব বাজার মোন্নাপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা বগুড়াকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া নন্দীগ্রাম ও শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বগুড়া জেলার মাদক, জঙ্গিবাদ সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেতে বগুড়া বাসির সার্বিক সহযোগীতা কামনা করি।