নয়া আলো ডেস্ক-
বিশ্বে সর্বোচ্চ কত লাইনের কবিতা রচিত হয়েছে তা জানা নেই। তবে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ২১৫০ লাইনের একটি কবিতা রচনা করা হয়েছে। লিখেছেন মো. শাহজাহান মিয়া। এটি একটি ভাঙা হৃদয়ের স্মারক। অতি সাধারণজন যেভাবে দেশ-সমাজ ও তার ইতিহাস-ঐতিহ্য নিয়ে ভাবেন, অনেক বড় মাপের মানুষের পক্ষেও অনেক সময় তা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে মো. শাহজাহান মিয়া জ্বলন্ত উদাহরণ। কোন প্রাপ্তির প্রত্যাশায় নয়, স্বাধীনতার মহান স্থপতিকে ভালোবাসার প্রতীক হিসেবেই সাধারণ হয়ে অসাধারণ এবং বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. শাহজাহান মিয়া। যে মানুষটি দেশকে ভালোবেসে, এ দেশের মানুষকে বিশ্বাস করে প্রাণ দিলেন সপরিবারে, সেই মানুষটিকে হৃদয়ে আরও গভীরভাবে লালন করতে তার এই প্রয়াস। ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে আজও শিশুদের হাতেকলমে শিক্ষা দিয়ে যাচ্ছেন মো. শাহজাহান মিয়া। প্রায় ৭০ বছর বয়সী এই মানুষটির শেষ ইচ্ছা- মৃত্যুর আগে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত অমর সৃষ্টিটি তুলে দেবেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।