নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা হয় নানান কর্মসূচী। শনিবার (১৭ মার্চ) সকালে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয় উৎসাহ উদ্দীপনার সাথে। উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এতে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মোর্শেদ পিপিএম, ওসি তদন্ত গোলাম জিলানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন বুলবুল, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।