চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাঁপাছড়ি গ্রামের মাষ্টার মর্তুজা আলীর ছেলে নুরুল আফছার আনছারীকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাড় করানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে আজ ০৮.০১.২০১৮ইং তারিখ রোজ সোমবার সকাল ১০.০০ঘটিকায় মানব বন্ধন করে শিক্ষা, শ্রম, বন ও উন্নয়ন সোসাইটি। মানব বন্ধনে আনছারী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী দেশ রতœ শেখ হাসিনাকে কুটক্তি করে তার নিজ ফেইসবুক পেইজে সংবাদ প্রকাশ করে। এর প্রতিবাদে চট্টগ্রামে চাঁদগাঁও থানা ও কোতোয়ালী থানাসহ দেশের বিভিন্ন জেলায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। সকল মামলায় তার নামে গ্রেফতারী পরোয়ানা থাকলেও অদ্যবধি তাকে গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি।
মানব বন্ধনে বক্তারা উল্লেখ করেন যে, চট্টগ্রামের অপরাধ জগতের গড-ফাদার নুরুল আফছার আনছারীর বিরুদ্ধে শিশু ও নারী পাচার আইনে নারী-নির্যাতন ও প্রতারনার বিষয়ে বিভিন্ন আদালতে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়। গ্রেফতারী পরোয়ানা রয়েছে বেশিরভাগ মামলায়। এত কিছুর পরও বহাল তবিয়তেই আছেন আনছারী। বক্তাগণ আরো বলেন যে, আনছারী হিজবুত তাহরির প্রধান সমন্বয়ক ছিলেন। তাকে দেখা গেছে জামত, বিএনপি এর আন্দোলনে গাড়ি ভাংচুর করতো। সে কখনো উকিল, কখনো ডাক্তর, কখনো মানবধিকার সংস্থার পরিচয় দিয়ে সর্বশান্ত করে দিয়েছে বহু লোককে। চট্টগ্রাম বার কাউন্সিলে তার বিরুদ্ধে অভিযোগও রয়েছে। সে আইন সহায়তা কেন্দ্র অসকের কেন্দ্রীয় পরিচালকের পরিচয়ও দিয়ে থাকে। তার এসবই ভূয়া পরিচয় প্রতারনার ফাদ। নানা অপরাধে তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে থানা ও আদালতে। আনছারীর বিরুদ্ধে যে সকল খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে তার ছবিও ছাপানো হয়েছে মানবন্ধনের ব্যানারে। জামাত শিবিরের এই ক্যাডারও অপরাধ জগতের এই গডফাদারকে অভিলম্বে গ্রেফতার করে আইনের কাঠ গড়ায় দাঁড় করানোর জোড়ালো দাবী এই মানব বন্ধনের আয়োজক সংগঠনের নেতৃবৃন্দের। মানব বন্ধনে বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান, রিয়াজ উদ্দিন রানা, আসগর আলী মানিক, এসএম মোর্শেদ, আব্দুল বাতেন সরকার, ডাঃ হোসাইন, ডাঃ মীযানুর রহমান, মোঃ নূরুননবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।