
‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে ফেনী জেলা পর্যায়ে বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অর্জন করেছে ছাগলনাইয়া মৌলভী সামছুল করিম কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী সুমাইয়া সরকার। বিগত বছর এ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ‘ভাষা ও সাহিত্য’ বিভাগে সে জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে।
মেধাবী শিক্ষার্থী সুমাইয়া সরকার ছাগলনাইয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকারের জ্যেষ্ঠ কন্যা।
সুমাইয়া সরকার এ প্রতিযোগিতায় জেলায় প্রথম স্থান অর্জনে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানায়, বরাবরই আমার ইচ্ছে ছিলো বিভাগীয় পর্যায়ে পুরস্কৃত হয়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলাকে তুলে ধরব। চলতি বছর জেলা পর্যায়ে বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অর্জন করে চট্টগ্রাম বিভাগে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। বিভাগীয় পর্যায়ে ভালো কিছু করার মাধ্যমে নিজ জেলার সুনাম বৃদ্ধিতে অবদান রাখার জন্য সে সকলের নিকট দোয়া প্রার্থনা করে।
Please follow and like us: