খুলনা জেলা পর্যায়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালিকা অনুর্ধ্ব-১৭)এর ফাইনাল খেলায় ডুমুরিয়া উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ১৮জুন দুপুরে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ডুমুরিয়া উপজেলা একাদশ ৩-০গোলে দীঘলিয়া উপজেলা একাদশকে পরাজিত করে।
জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত দেশব্যাপী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর জেলা পর্যায়ের শ্রেষ্টত্ব নির্বাচনের লক্ষ্যে ১২জুন খুলনা জেলা স্টেডিয়ামে খেলা শুরু হয়। খেলায় ৯টি উপজেলার টীম অংশ গ্রহন করে।
শুক্রবারে ফাইনাল খেলায় ডুমুরিয়া উপজেলা একাদশ ৩-০ গোলে দীঘলিয়া উপজেলা একাদশকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় ডুমুরিয়া একাদশের পক্ষে গোল করেন মন্দিরা, রিয়া ও অসীমা। অধিনায়কের দায়িত্ব পালন করেন কৃষ্ণা। টীম ম্যানেজার ছিলেন শেখ জামিল আক্তার লেলিন। কোচের দায়িত্বে ছিলেন রমেশ মল্লিক। সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিকালে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। চ্যাম্পিয়ন পুরষ্কার গ্রহন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ।