রাজশাহী মোহনপুরে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় অপর এক কৃষক গুরুতর অহত হয়েছেন।
বৃহস্পতিবর বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন কৃষক হলেন- ঘাষিগ্রাম ইউনিয়ন নারায়ণপুর গ্রামের সামছুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), হাততৈড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ (৫০), ও ডাঙ্গাপাড়া গ্রামের নিতেনের ছেলে সৈতেন চন্দ্র (৩৫)।
এ ঘটনায় আহত হয়েছেন ধুরইল ইউনিয়নে পোল্লা কুড়িগ্রামের জালাল উদ্দিন (৩০)। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, নিহত তিনজনই কৃষক। জমিতে ধান কাটার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন ঘটনাস্থলে যান ও নিহত তিন জনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।