১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বদলগাছীতে ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ পহেলা বৈশাখ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন




বদলগাছীতে ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ পহেলা বৈশাখ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২৪, ১৭:২১ | 651 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 নওগাঁর বদলগাছীতে ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ পহেলা বৈশাখ ১৪৩১ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হয়েছে।
গতকাল (১৪ এপ্রিল) রবিবার বিকেল ৩ টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক এস.এম ইউনুছার রহমান, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ আসনের  সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন ও তার সহধর্মিণী রক্তিমা চৌধুরী শেলী।
অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে,বর্ষবরণ উপলক্ষে সকল কে মিষ্টি মুখের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদ পুনর্মিলনী এবং বর্ষবরণ উৎসবে আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আপনারা গত ৭ জানয়ারী নির্বাচনে বিপুল ভোটে নৌকা মার্কা কে জয়ী করে প্রধানমন্ত্রী’র হাত কে শক্তিশালী করেছেন। এই জন্য আমি মনে করি আপনারা প্রত্যেকেই একেক জন এমপি। উন্নয়নের পাশাপাশি (মহাদেবপুর- বদলগাছী) দুটি উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। এজন্য  আপনাদের সহযোগিতা চাই।
অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. তারিকুল হাসান (মিলন) রেজিষ্ঠার,রাজশাহী বিশ্ববিদ্যালয়,
উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) মো, কামরুল হাসান সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, সদর ইউপি  চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন,
উপজেলা আ.লীগের  প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, উপজেলা যুব লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম মনিরুল ইসলাম সাজু, প্রিন্ট এবং  ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ.লীগ ও তার অংগ সংগঠন সহ উপজেলার বিভিন্ন পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET