বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ
নওগাঁর বদলগাছীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র বি-২৭৭ এর পরিদর্শকের দায়িত্বে থাকা ৩ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ইংরেজী পরীক্ষায় উপজেলার লাবন্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। শিক্ষক ৩ জন হলেন মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত কুমার বসাক ও জাহাঙ্গীর আলম এবং মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ। পরীক্ষা চলাকালীন সময়ে সুব্রত কুমার বসাক প্রশ্নপত্র দেখে সাদা কাগজে উত্তর লিখে ছাত্রদের দেওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে ঐ কেন্দ্রের সার্বিক দায়িত্বরত উপজেলা পল্লীউন্নয়ন অফিসার শহীদুল ইসলাম। পরক্ষনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম আলী বেগ ঐ ৩ শিক্ষককে বহিস্কার করেন। এর মধ্যে ২ জন শিক্ষক সাদা কাগজ সরবরাহ করেছে সুব্রতকে। এ বিষয়ে ঐ কেন্দ্রের সচিব ও লাবন্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন জানান কেউ অপরাধ করলে সাজা পাবে এটাই স্বাভাবিক। কোন শিক্ষক কি অপরাধ করেছে তা ঐ ৩ শিক্ষক কেন্দ্র সচিব বরাবর লিখিত মুচলেকা দেন।