বদলগাছী (নওগা) প্রতিনিধি ঃ
জানবে বিশ্ব, জানবে দেশ, দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর বদলগাছীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপজেলা প্রকৌশলী মুনিরুজ্জামান, প্রভাষক নজরুল ইসলাম ও মাহমুদুল হাসান হিরো প্রমূখ।