
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ
নওগাঁর বদলগাছীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় নারী নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আান্তর্জাতিক প্রচারাভিযান পক্ষ-২০১৮ উদ্যাপন হয়েছে। “নারীর কথা শুনবে বিশ্ব কমলা রঙের নতুন দৃশ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহষ্পতিবার বেলা ১১ টায় বদলগাছী জেলা পরিষদ কমিউনিটি সেন্টার হলরুমে উপজেলা পর্যায়ে দিনব্যাপী কর্মসুচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলী আহমেদ রুমী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান স. ম ফজলুল হক (বাচ্চু), আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির বদলগাছী উপজেলা সভাপতি মনিরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট সামছুল আলম, নওগাঁ ও রাজশাহী জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির নওগাঁ জেলা ব্যবস্থাপক মোঃ শফিউল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নারী নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক ষ্টল প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠান শেষে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়।