বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ
নওগাঁর বদলগাছীতে রাজস্ব প্রকল্পের আওতায় প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে আন্ত:পরিচর্যা ও ব্রিফিং ভাতার চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে কৃষকদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাছান আলী। এসময় কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভূট্টা, পেয়াজ, বোরো, আলোকফাঁদ, বেগুন ও কেঁচো সার উৎপাদনকারী চাষীসহ মোট ৭৫ জন কৃষকদের মাঝে ৯৭ হাজার ৫শ টাকার চেক বিতরণ করা হয়।
Please follow and like us: