নওগাঁর বদলগাছীতে ৩৮ কেজি গাঁজা সহ ৩ ব্যক্তিকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুন দিবাগত রাত ৯টায় ফ্লাইট লেঃ মারুফ খানের নেতৃত্বে রাব সদস্যরা উপজেলা পরিষদ গেটের সামনে রাস্তায় নওগাঁর দিক থেকে আসা একটি হাইচ মাইক্রো চট্ট মেট্রো- চ- ৫৬১৫৪৬ চ্যালেঞ্জ করে তল্লাশি করে ১৬ টি প্যাকেটে মোড়ানো ৩৮ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করে জয়পুরহাট ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতরা হলো কুমিল্লা জেলা সদরের ব্রাহ্মণপাড়ার মৃত আব্দুল মতিনের ছেলে আলম মিয়া (৩৮), একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে কামাল হোসেন (৩০), মাইক্রো চালক কুমিল্লার লালমাই উপজেলার উৎসপাদুয়া গ্রামের জাকির হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম পলাশ (৩২)। তাদের ভাষ্যমতে তারা এই গাঁজা গুলো কুমিল্লা থেকে বদলগাছীতে এক ব্যবসায়ীকে দেওয়ার জন্য নিয়ে আসছিলেন। কিন্ত কে সেই ব্যবসায়ী তার পরিচয়ে তারা মুখ খোলেনি। ২০ জুন বেলা ১১ টার দিকে আটককৃতদের বদলগাছী থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এ বিষয়ে অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, থানায় মামলা হয়েছে। আজই তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।