বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছীতে ৬ জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বদলগাছী থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো সাবেক উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী চকবেনী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ইলিয়াস আলী, পাহাড়পুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মৃত আলিম উদ্দীনের ছেলে জিল্লুর রহমান ওরফে বাবু, উত্তর সাদিশপুর গ্রামের জামায়াতের সদস্য আব্দুল মজিদ সহ ৬ জনকে গ্রেপ্তার করে জেল হাজাতে প্রেরণ করেছে। এর মধ্যে ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিল। গ্রেপ্তারকৃত ইলিয়াস অসুস্থ্য হয়ে পড়লে তাকে বদলগাছী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়। বদলগাছী হাসপাতালের আবাসিক চিকিৎসক রূহুল আমিন বলেন তার হার্ডের সমস্যা। বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন জানান আগামী ৮ তারিখ কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি করতে পারে সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়।