মিজানুর রহমান সুমন বরগুনা :
সড়ক-মহাসড়কে অবৈধভাবে চাঁদাবাজি ও অবৈধ যানবাহন বন্ধের দাবীতে বরগুনাসহ বরিশাল বিভাগের সকল জেলায় গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। বরিশাল বিভাগের ৬ জেলায় চলাচলরত অভ্যন্তরীন দূরপাল্লার সকল বাস ধর্মঘটের অন্তর্ভুক্ত থাকবে। বরগুনা থেকে অভ্যান্তরীন ও দুরপাল্লার কোন রুটে বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েতে হয়েছে সাধারণ বাস যাত্রীদের।
তবে কবে নাগাদ এ ধর্মঘট প্রত্যাহার করা হয়ে তা জানায়নি বাস মালিক সমিতির নেতারা।
বাস মালিক সমিতির একাধিক নেতারা জানায়, বরগুনা-চান্দখালী-সুবিদখালী-বাকেরগঞ্জ ও বরিশাল রুটে একটি অসাধু চক্র বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠনের নামে বাস থেকে চাঁদা তোলার প্রতিবাদে এ বাস ধর্মঘটের আহ্বান করা হয়। সড়ক-মহাসড়কে চাঁদাবাজী বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন না করা পর্যন্ত এ ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে জানান শ্রমিক নেতারা।
ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া যাত্রী মো. সামসুল আলম জানায়, বাস ধর্মঘট তো হাসপাতাল দেখবেনা। বুধবার রাতে তার চিকিৎসকের সাথে সাক্ষাতের দিন ছিলো। বাস না চলায় সে যেতে পারেনি।
বাস মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা কিসলু বলেন, যতক্ষন পর্যন্ত পথেপথে চাঁদাবাজী ও অবৈধ যানবাহন বন্ধ না হবে ততক্ষন পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে। আমরা যাত্রীদের ভোগান্তিতে ফেলতে চাইনি। সংশ্লিষ্ট কর্তাদের এই চাঁদাবাজী বন্ধে দ্রুত উদ্যোগ নিয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘভ করতে হবে।