২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বরগুনায় বিদ্যুৎ উপ-কেন্দ্রের নির্মাণকাজ শুরু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০১৮, ২৩:২৩ | 740 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সোহরাফ, বরগুনা প্রতিনিধি:- বরগুনায় ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপ-কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে । আজ সকাল ১০ টায় নির্মান কাজের উদ্বোধন করেন বরগুনা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বরগুনা সদর উপজেলার খেজুরতলায় পাঁচ একর জমির উপর এ উপকেন্দ্রের নির্মাণ শুরু করেছে পাওয়ার গ্রিড কোম্পানি ( পিজিসিবি )। এটি নির্মানে ব্যয় হবে প্রায় ৪৫ কোটি টাকা। পাওয়ার গ্রিড কোম্পানি ( পিজিসিবি ) বরিশালের তত্তাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন জানিয়েছেন , বিদ্যুৎ উপ-কেন্দ্র নির্মাণের পাশাপাশা আরো ৭৭ কোটি টাকা ব্যয়ে বাকেরগঞ্জ থেকে বরগুনা পযর্ন্ত ৫০ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন টানা হবে। ২০১৯ সালের ডিসেম্বর মাস নাগাদ এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ নুরুজ্জামান , পুলিশ সুপার বিজয় বসাক , জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি জাহাঙ্গীর কবির , বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু , নাগরিক অধিকার সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক মনির হোসেন কামাল , জেলা ছাএলীগের সভাপতি জুবায়ের আদনান অনিকসহ আরো অনেকে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎতের দাবিতে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষন কমিটি দীর্ঘদিন আন্দোলন করে আসছিল। জেলা নাগরিক অধিকার সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক মনির হোসেন কামাল দৈনিক ভোরের দর্পন প্রতিনিধিকে বলেন , একটি জেলা সদরে বিদ্যুৎতের জন্য যে ভোগান্তি ও বিড়ম্বনা পোহাতে হয়েছে তা ইতিহাসে বিরল। জেলাবাসীর দীর্ঘ ভোগান্তির অবসান হতে চলেছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সফলভাবে শেষ হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET