
মো: ইমরান হোসাইন,বরগুনা প্রতিনিধি: বরগুনায় গৃহবধূ সুষ্মিতা জাহান ইলোরার হত্যাকারী স্বামী মিজানুর রহমান হিরুর ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় জেলা মহিলা পরিষদ এর আয়োজনে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নিহতের স্বজনসহ বরগুনার শতাধীক স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধন চলাকালীন সমাবেশে নিহতের মেয়ে হুময়রা নাবা (১৭) বলেন, আমার আম্মুকে যৌতুকের টাকার জন্য আব্বু মেরে ফেলেছে আমি তার ফাঁসি চাই। এসময় বক্তারা মিজানুর রহমান হিরুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন চলাকালিন সময় উপস্থিত ছিলেন নিহতের মেয়ে হুময়রা নাবা, ভাই ছিরাতুল কবির, সাংবাদিক মনির হোসেন কামাল, জেলা মহিলা পরিষদ এর সভানেত্রী নাজমা বেগম, শুখরঞ্জন শীল, খাদিজা বেগম, হোসনে আরা চম্পা প্রমূখ।
উল্লেখ্য শুক্রবার রাতে বরগুনা সদর উপজেলার বরগুনা সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোসাঃ সুষ্মিতা জাহান ইলোরা (৩২)। সে সদর ইউনিয়নের দক্ষিণ হেউলিবুনিয়া গ্রামের মোঃ মিজানুর রহমান হিরুর স্ত্রী ও গৌরিচন্না ইউনিয়নের মৃত আয়নুল কবির বাচ্চুর মেয়ে।