বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, সোমবার (০৮ আগস্ট) আরটি পিসিআর ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬.৯৮ ভাগ।
এদিকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার সকাল পর্যন্ত ৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগে রবিবারও ৩ জন রোগী চিকিৎসাধীন ছিলো করোনা ওয়ার্ডে।
২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর এ পর্যন্ত ৭ হাজার ৭শ’ ২৮ জন রোগী সেখানে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ৭৯ জনের মৃত্যু হয়েছে।