খোকন হাওলাদার, বরিশাল থেকেঃ- “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সারাদেশের সাথে একযোগে বরিশালেও শুরু হয়েছে তিনদিনের উন্নয়ন মেলা। জেলা প্রশাসনের আয়োজনে সকাল নয়টায় সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে মেলা প্রাঙ্গন বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে মিলিত হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্বোধণ করেন।
জেলা প্রশাসক মোঃ হাববিুর রহমানের সভাপতিত্বে উন্নয়ন মেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। মেলায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ১৬৪টি স্টল রয়েছে। এছাড়াও প্রতিযোগীতামূলক চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়েছে।
একইদিন জেলার গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ, বানারীপাড়া, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্ব-স্ব উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধণ করা হয়েছে।