
খোকন হাওলাদার, বরিশাল থেকে || ৮ই ফেব্রুয়ারী, ২০১৮ বৃহস্পতিবার দুপুর ২ টায় বঙ্গবন্ধু উদ্যানে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভার সময় বিভিন্ন জায়গা থেকে আসা গাড়ি গুলোর পার্কিং এর জন্য বরিশালে জায়গা নির্ধারণ করে দিয়েছে সড়ক ও পরিবহন উপ-কমিটি। সড়ক ও পরিবহন উপ-কমিটির কাওছার হোসেন শিপন জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ নেতাকর্মীরা সমাবেত হবে। মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে সড়ক ও পরিবহন উপ-কমিটি যানবাহন পার্কিং এর জন্য জায়গা নির্ধারণ করেছে। যে সব জায়গায় গাড়ি পার্কিং করা যাবে- বরিশাল পটুয়াখালী সড়কের জন্য সোনারগাঁও টেক্সটাইল মিল সংলগ্ন শাওন ফিলিং স্টেশন, বরিশাল ঝালকাঠী সড়কের জন্য রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন বির উত্তম মাঠ। এছাড়া গাড়ি পার্কিং এর জন্য সরকারি হাতেম আলী কলেজ ও পড়েশ সাগর মাঠ নির্ধারণ করা হয়েছে। মাহিন্দ্রা ও মটোর সাইকেল পার্কিং এর জন্য পার্কিং এর স্থান শহীদ আব্দুর রব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টিটিসি মাঠ। নির্ধারিত পার্কিং স্থানে নেতাকর্মী বাহী যানবাহন পার্কিং এর সময় অবশ্যই গাড়ির চালক/হেলপার গাড়িতে অবস্থান করতে হবে। এছাড়া যার মাধ্যমে গাড়ি নেওয়া হয়েছে তিনি ও চালক একে অপরের মোবাইল নাম্বার বিনিময় করে রাখতে হবে যেন বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।