
খোকন হাওলাদার,বরিশাল থেকে |
| বাংলাদেশ তৈল গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স জেলায় পূর্বের জরিপকৃত এলাকায় মাসব্যাপী তৈল গ্যাস অনুসন্ধান কার্যক্রমের প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে।
বাপেক্সের সুপারভাইজার মিনহাজ উদ্দিন জানান, জেলার গৌরনদী উপজেলা থেকে বরিশাল ব্লকের ১৩৬ কিলোমিটার এলাকার প্রাথমিক অনুসন্ধানের বোরিং করে গত বৃহস্পতিবার থেকে মেডিসিন স্থাপনের কাজ শুরু করা হয়েছে। এ কার্যক্রম সম্পন্ন করতে প্রায় একমাস সময় লাগবে। তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানের পর বাপেক্সের রেকর্ডিং গ্রুপের সদস্যরা কম্পিউটারাইজের মাধ্যমে পরীক্ষা নিরিক্ষা করে কূপের সম্ভ্যাব্যতা যাছাই করে কোন কূপ আছে কিনা তার প্রতিবেদন প্রদান করবেন।
Please follow and like us: