৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • বরিশালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন




বরিশালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০১৮, ২০:৪০ | 747 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, বরিশাল থেকেঃ-  বরিশর নগরী সংলগ্ন কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও তার আত্মীয়-স্বজন মিলে ম্যানেজিং কমিটি গঠণের নামে পকেট কমিটি গঠণ করার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে অভিভাবক ও শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন, ইউপি সদস্য জহিরুল ইসলাম মিরন, মিজানুর রহমান লিটন তালুকদার, বকুল বেগম, অভিভাবক মোঃ মাহফুজ, মাসুদ সিকদার, বাবুল খান প্রমুখ। বক্তারা বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে গত শনিবার এডহক কমিটি ভেঙ্গে নতুন ম্যানেজিং কমিটি গঠণ করা হয়। দুর্নীতির মাধ্যমে স্কুলের টাকা আত্মসাতের জন্য গঠিত পকেট কমিটিতে সভাপতি করা হয়েছে আনিচুর রহমান দুলালকে। তিনি প্রধানশিক্ষক ফরিদ উদ্দিনের চাচাতো ভাই, শিক্ষক প্রতিনিধি কাজী নাসরিন আক্তারও প্রধানশিক্ষক ও সভাপতির চাচী, শিক্ষক প্রতিনিধি জেসমিন আক্তার উভয়ের ভাগ্নি, অভিভাবক সদস্য মোঃ মাসুম প্রধানশিক্ষকের ফুফাতো ভাই, অভিভাবক সদস্য আমির হোসেন প্রধানশিক্ষককের ভাইয়ের শ্বশুর। সংরক্ষিত অভিভাবক সদস্য মাকসুদা বেগমও তাদের নিকট আত্মীয়। গঠিত কমিটি বিলুপ্ত করে অনতিবিলম্বে অভিভাবকদের ভোটের মাধ্যমে কমিটি গঠণ করার জন্য বক্তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় তারা কঠোর কর্মসূচী ঘোষণা করবেন বলেও হুশিয়ারী উচ্চারন করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ইতোমধ্যে ওই স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে চলতি বছরের সরকারী বিনামূল্যের বই বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার টাকা করে আদায় করার অভিযোগে বিক্ষোভ করেছেন অভিভাবকরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET