
খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চাঁদপাশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (নম্বর ১৭৯) ব্যালট বক্স ছিনতাইয়ের চেষ্টা চালিয়ে বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। রোববার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ম (ওসি) আব্দুর রহমান মুকুল বরিশালটাইমসকে জানিয়েছেন- শান্তিপূর্ণ ভোট হলেও বিএনপির ২০ থেকে ৩০ নেতাকর্মী কেন্দ্রে প্রবেশ করে হামলা চালিয়েছে। এতে সহকারি প্রিসাইডিং অফিসার আহত হলে বিএনপি নেতাকর্মীরা বেশ কয়েকটি ব্যাটল বক্স নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে আধাঘন্টা ধস্তাধস্তি হয়। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ গিয়ে ৪ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়য়ন্ত্রণ করে।
তবে এতে কোন হতাহত বা কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।