৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বরিশালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২০ ২০১৮, ২১:১৮ | 700 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার,বরিশাল থেকে ||

দায়িত্বহীনভাবে ভুল চিকিৎসা করে চার মাস বয়সী এক শিশু কন্যাকে হত্যা করার অভিযোগ এনে দুই চিকিৎসককে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বরিশালের চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন উজিরপুর উপজেলার কাউয়ারেখা এলাকার নিহত শিশু কন্যার পিতা খোকন চন্দ্র হালদার অরুপ।

আদালতের বিচারক মোঃ আনিছুর রহমান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেয়ার আদেশ দিয়েছেন। মামলায় অভিযুক্তরা হচ্ছেন, বরিশাল বেলভিউ মেডিকেল সার্ভিস প্রাইভেট লিমিটেডের চিকিৎসক আশীষ কুমার হালদার ও মোঃ নাইম হোসেন।
এজাহারে জানা গেছে, বাদী খোকন চন্দ্র হালদারের চার মাসের শিশু কন্যা গত ২৭ ফেব্রুয়ারী অসুস্থ্য হয়ে পরলে তাকে বরিশালের সদর রোডের বেলভিউ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অভিযুক্ত চিকিৎসক আশীষ কুমার হালদারের পরামর্শে শিশুটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। নয়দিন চিকিৎসার পর ওই শিশু কন্যার কোন উন্নতি না হলেও অভিযুক্ত চিকিৎসক বাদীকে জানায় আস্তে আস্তে সুস্থ্য হয়ে যাবে। গত ১০ মার্চ হাসপাতাল থেকে শিশুটির নাম কেটে দেয়া হয়। পরবর্তীতে দুইদিন পর বাদীর শিশু কন্যা পুনরায় অসুস্থ্য হয়ে পরলে বিষয়টি অভিযুক্ত চিকিৎসক আশীষ কুমার হালদারের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে অবহিত করা হয়।
 এ সময় অভিযুক্ত চিকিৎসক বাদীর শিশু কন্যাকে পুণরায় বেলভিউ মেডিকেল সার্ভিস হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়। ওইদিনই খোকন চন্দ্র হালদার মুমূর্ষু অবস্থায় তার শিশু কন্যাকে পুণরায় ওই হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসক আশীষ কুমার হালদার হাসপাতালে অনুপস্থিত থেকে অপর চিকিৎসক নাইম হোসেনের মাধ্যমে অসুস্থ্য শিশুটিকে চিকিৎসা করান। ওইদিনই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পরে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET