২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বরিশালে সালিশ বৈঠকে হুমকি\ হৃদক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধার মৃত্যু




বরিশালে সালিশ বৈঠকে হুমকি\ হৃদক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধার মৃত্যু

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৩ ২০২১, ১৮:৩৫ | 784 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সালিশ বৈঠকে প্রতিপক্ষের লোকজনের হুমকি ও ঘরের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আতংকিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বেপারী (৬৬)। শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

মৃত আলমগীর হোসেন বেপারী চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ গ্রামের বাসিন্দা। অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মৃত আলমগীর হোসেন বেপারীর পুত্র জাহিদ হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, শনিবার সকালে উত্তর বিজয়পুর গ্রামে বসবাসরত তার আপন চাচা সিরাজুল ইসলাম বেপারীর বাড়িতে পারিবারিক বিরোধ মীমাংসার জন্য যান তার পিতা মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, আরেক চাচা মোক্তার হোসেন ও নিকট আত্মীয় কাঞ্চন সরদার।

সেখানে প্রতিপক্ষ আলমগীর উকিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার (জাহিদ) পিতা মুক্তিযোদ্ধা আলমগীর হোসেনের উপর চড়াও হয়ে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন। একপর্যায়ে আলমগীর উকিলের ভয়ে তার (জাহিদ) পিতা মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন চাচা সিরাজুল ইসলামের ঘরে আশ্রয় গ্রহন করেন। এসময় ঘরের উপর ইটপাটকেল নিক্ষেপ করে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশের চেষ্টা চালায় প্রতিপক্ষ আলমগীর উকিল।
জাহিদ হোসেন অভিযোগ করে আরও বলেন, প্রতিপক্ষ আলমগীর উকিলের হুমকি ও ঘরের ওপর ইট-পাটকেল নিক্ষেপসহ দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করতে চাওয়ায় তার (জাহিদ) পিতা মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বেপারী আতংকিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেছেন।

অভিযুক্ত আলমগীর উকিল মুক্তিযোদ্ধাকে হুমকি দেয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET