নয়া আলো ডেস্কঃ- বরিশাল নগরীর হাসপাতাল রোডের জেলে বাড়ির পোল মোড়ে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর হোসেন সরদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে নগর গোয়েন্দা পুলিশের এসআই হেলালুজ্জামানের নেতৃত্বে তাকে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশ বাড়িয়া ইউনিয়নের চর হোসনাবাদ গ্রামের ইদ্রিস আলী সরদারের ছেলে। তিনি নগরীর সিএন্ডবি রোডের বৈদ্যপাড়া এলাকার মনির মিয়ার বাসায় ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। এসআই হেজলালুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তার দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসআই হেলাল।