২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বরিশাল-ঢাকা মহাসড়কে বাস দূর্ঘটনায় যুবক নিহত, আহত-৩০

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ০৪ ২০১৮, ২২:২৫ | 686 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার,বরিশাল থেকে:- বরিশাল-ঢাকা মহাসড়কে বাস উল্টে পুকুরে পড়ে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন যাত্রী। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সড়কের বরিশাল নগরীর গড়িযারপাড়ের রেইট্রিতলা নামক স্থানে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রির্পোট লেখাপযর্ন্ত নিহতর পরিচয় পাওয়া যায়নি।
আজ সন্ধা পোনে ছয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্র জানায়, বানারীপাড়া থেকে বরিশালগামী সেবা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে আসছিলো। এ সময়ে বিপরীত গামী অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সেটি রেইনট্রি তলা এলাকার একটি পুকুরের পরে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার স্টেশনের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌছে পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে অজ্ঞাতনামা ওই যুবককে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষনা করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দও থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, দূর্ঘটনা কবলিত বাসে থাকা সকল যাত্রীই আহত হয়েছে। এদের মধ্যে এক যাত্রী নিহতর হয়েছে। নিহতর যুবকের পরিচয় এখন পযর্ন্ত পাওয়া যায়নি। বাকী ৩০ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় জানার চেস্টা চালানো হচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET