খোকন হাওলাদার,বরিশাল থেকেঃ
বরিশাল নগরের রুপাতলী এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রদের সঙ্গে স্থানীয়দের মারামারির ঘটনা ঘটেছে। এসময় একটি খাবার হোটেলে ভাংচুর চালানো হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মোটরসাইকেল ফেলে দেয়াকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্ত মন্ডল রনি নামে এক ববি ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। প্রতক্ষদর্শীরা জানান, বিকেল মোটরসাইকেল ফেলে দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে রুপাতলী এলাকার বাসিন্দা মামুন মোল্লার বাকবিতান্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরকিছুক্ষণ পরেই বিশ্ববিদ্যালয়ের ১০/১৫ জন যুবক মোটরসাইকেলের মালিক মামুন মোল্লাকে মারধর করে এবং ভোজন বিলাস নামের একটি খাবার হোটেলে ভাংচুর চালায়। পরে তারা সেখান থেকে সরে পরলে ববির ফিন্যান্স বিভাগের সীমান্ত মন্ডল রনি নামে এক ছাত্রকে ধরে মারধর করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রনিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। আহত রনির সহপাঠীরা জানান, মোটরসাইকেলে হেলান দেওয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারেক ও সীমান্ত মন্ডল রনির সঙ্গে রুপাতলী এলাকার স্থানীয় এক ব্যক্তির বাকবিতান্ডা হয়। পরে ওই ব্যক্তি রনিকে আটকে মারধর করে। এদিকে মামুন মোল্লার ভাই বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা জানান, কথা কাটাকাটি শেষে তার ভাই মামুন বিষয়টি সেখানেই সীমাবদ্ধ রেখে হোটেল ভোজন বিলাসের ঢুকে অথিতিদের নিয়ে খেতে বসেন। এরকিছুসময় পরেই ২০/২৫ জন যুবক হোটেলের ভেতরে গিয়ে মামুনকে মারধর করে এবং হোটেলে ভাংচুর চালায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান।